ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

অবশেষে মাইলি-লিয়ামের বিয়ে সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ২৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:৫৩, ২৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন পপতারকা মাইলি সাইরাস। তার দীর্ঘ সময়ের সঙ্গী অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হোমসওয়ার্থ। অবশেষে দুজনের চার হাত এক হয়েছে। বিয়ে করেছেন এই জুটি। সম্প্রতি মাইলি বিয়ের কিছু ছবিও প্রকাশ করেছেন। তাদের বিয়ে হয়েছে গত রবিবার।

টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন মাইলি সাইরাস। যাতে দেখা গেছে, তাকে আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছেন স্বামী লিয়াম হোমসওয়ার্থ। ছবির শিরোনাম দিয়েছেন, ১০ বছর পরে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের পোশাক পরে নাচছেন মাইলি। আর তা ভিডিও করছেন লিয়াম।

জানা গেছে, ঘরোয়া আয়োজনের সেই বিয়েতে তাদের পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এক দশক আগে ‘দ্য লাস্ট সং’ ছবির সেটে দেখা হয় তাদের। এরপর ২০১২ সালে তাদের বাগদান সম্পন্ন হয়। যদিও পরে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তবে ২০১৫ সালে আবারও একসঙ্গে  দেখা যায় তাদের। সেসময় তারা আবারও বাগদানের ঘোষণা দেন।

সূত্র : বিবিসি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি