ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

অবশেষে হাউজিং কোম্পানির অবৈধ স্থাপনা উচ্ছেদ [ভিডিও]

প্রকাশিত : ২১:১১, ২০ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

শেষ পর্যন্ত রাজধানীর বসিলায় বুড়িগঙ্গার তীরে আমিন মোমিন হাউজিংয়ের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ।

উচ্ছেদের সময় হাউজিং কোম্পানিটির আইনজীবীরা দাবি করেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিআইডব্লিউটিএ স্থাপনা ভেঙ্গে দিয়েছে।

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলছেন, অবৈধ দখলদার যেই হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার রাজধানীর বসিলায় আমিন মোমিন হাউজিংএ দখলে থাকা ২৮শ ফুট খাল উচ্ছেদ শুরুর কয়েক মিনিটের মধ্যে অভিযান বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।

তবে বুধবার সকাল থেকে বিআইডব্লিউটির নির্বাহী ম্যাজিস্টেটের নির্দেশে আমিন মোমিন হাউজিং এর দখলে থাকা সব স্থাপনা ভাঙা শুরু করে।

অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীরা। আবার যাতে দখল না হয় সেজন্য নজরদারি করারও দাবি তাদের।

অভিযানের এক পর্যায়ে আমিন মোমিন হাউজিংয়ের আইনজীবীরা বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

আমিন মোমিন হাউজিং এর আইনজীবী সুমন কুমার রায়ের দাবি, বৈধ কাগজ আছে আদের।

নদীর জায়গা আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানান, অভিযান পরিচালনাকারি বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন।

মন্ত্রণালয়ের সঙ্গে পরিকল্পনা করে খাল ভরাট করা রাবিশ সরানোর কথা জানান বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা।

উচ্ছেদ করা খালে কাঁটা তারের বেড়া দেবে বিআইডব্লিউটিএ। এছাড়া আমিন মোমিন হাউজিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্টেট মোস্তাফিজুর রহমান।

বুধবারের অভিযানে ৯ একরেরও বেশি জায়গা দখল মুক্ত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ভিডিও: https://youtu.be/kXjH2bhRHok


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি