ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

অবাধে পাখি শিকারে হুমকির মুখে চলনবিল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:৪৫, ২২ অক্টোবর ২০১৮

পাখি শিকারীদের দৌরাত্ব্যে নাটোরের চলনবিলের পরিবেশ হুমকির মুখে পড়েছে। শিকারীদের কারণে বাধাগ্রস্থ হচ্ছে নানা প্রজাতির পাখির বিচরণ। এছাড়া অতিথি পাখি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র। বিলের পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে সিংড়া উপজেলার চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটি।

চলনবিল দেশের উত্তর জনপদের বিশাল বিল। এর আয়তন নাটোরের সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সদরসহ তিন জেলার নয় উপজেলা জুড়ে। এই বিলের নৈসর্গিক দৃশ্য মনে আনে প্রশান্তি।

একসময় শীতের শুরুতে হাজারো অতিথি পাখির বিচরণ মুগ্ধ করত দর্শনার্থীদের। এসব পাখির আগমনে বিলের ফসলের জন্য যেমন উপকার হতো, তেমনি বজায় থাকত পরিবেশের ভারসাম্য। এখন অবাধে পাখি শিকারের কারনে নষ্ট হচ্ছে চলনবিলের পরিবেশ। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র।

এ ব্যাপারে সরকারিভাবে কোনো উদ্যোগ না থাকলেও পাখি শিকার বন্ধে কাজ করছে সিংড়া চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটি।

এদিকে বিলের পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। 

যথাযথ পদক্ষেপের মাধ্যমে চলনবিলের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা করার দাবি নাটোরবাসীর।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি