ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

অবিকল যেন শাহরুখ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আকাশ আম্বানি ও শ্লোক মেহেতার বাগদানের অনুষ্ঠান বলে কথা, আর সেখানে বলিউড বাদশা থাকবেন না তা কি হয়? আকাশ ও শ্লোকের বাগদানের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের রোশনাই যেন আরো কিছুটা বেড়ে গেল শাহরুখ ও তার পরিবারের উপস্থিতিতে।

এদিন গৌরীর পাশে আরিয়ানকে দেখে একঝটকায় শাহরুখ বলেই ভুল করলেন অনেকে। ভুল ভাঙলে অনেকে বলেই বসলেন আরিয়ান যেন অবিকল শাহরুখ।

এদিনের অনুষ্ঠানে শাহরুখের পরনে ছিল নীল রঙের শেরওয়ানি ও সাদা পায়জামা। আর আরিয়ান পরেছিলেন নীল রঙের স্যুট। তাদের পাশে রুপোলি রঙের শাড়িতে বেশ গর্জিয়াস দেখাচ্ছিল বলিউডের ফার্স্ট লেডি গৌরীকে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি