ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

অভিনেতা আজিজুল হাকিমের মেয়ের বাগদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেতা আজিজুল হাকিম ও নাট্য নির্মাতা জিনাত হাকিমের মেয়ে নাযাহ হাকিমের বাগদান সম্পন্ন হয়েছে। ঢাকা কমার্স কলেজের বিবিএ (অনার্স) শেষ বর্ষের ছাত্রী নাযাহ। তার হবু বর নাফিজ ফুয়াদ শুভ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। তাদের এ বিয়ে নিয়ে উভয় পরিবার খুশি বলে জানানো হয়।

উভয়ের পছন্দে তারা বিয়ে করতে যাচ্ছেন বলে জানা গেছে। নাযাহের সঙ্গে শুভর পরিচয় ছিল। দু`জনের ভালোলাগার বিষয়টি তারা আমাদের পরিবারকে জানায়। পরিবারও তাদের সম্পর্ক মেনে নিয়ে বিয়েতে মত দেন। এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে নাযাহ-শুভ`র বাগদান সম্পন্ন হয়েছে।

জিনাত হাকিম বলেন, ওরা দুজন দুজনকে পছন্দের বিষয়টি আমাদের জানায়। আমরা সানন্দে অভিভাবকরা মেনে নিই। ৭ সেপ্টেম্বর ঘরোয়া আয়োজনে বরের বাড়িতে বর পক্ষের বাগদান অনুষ্ঠিত হয়। আর ১২ সেপ্টেম্বর আমাদের বাড়িতে বাগদান অনুষ্ঠিত হয়। এ সময় দুই পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি