ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

অভিনেত্রী রোমানা ঢাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:২৩, ৩ সেপ্টেম্বর ২০১৮

এক সময়ের পর্দ কাঁপানো অভিনেত্রী রোমানা। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসী। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি।

রোমানা বলেন, দেশ ও প্রিয় মানুষের কথা কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। তাই অনেক ব্যস্ততার মাঝেও সময় বের করেছি দেশে আসার জন্য। এখন বাবা মোস্তাক আহমেদ খান আর মা সামিউন্নাহারের সঙ্গে কাটছে বেশিরভাগ সময়।

অভিনয় প্রসঙ্গে রোমানা বলেন, এখন ঘরসংসার নিয়েই যুক্তরাষ্ট্রে সময় কাটছে। এজন্য অভিনয় নিয়ে নতুন করে কিছু ভাবছি না। দেশের ফেরার পর মিডিয়ার মানুষদের সঙ্গে খুব একটা যোগাযোগ করিনি। তার পরও এ অঙ্গনের প্রিয় কিছু মানুষ দেখা করেছেন। তাদের সঙ্গে বেশ কিছু সময় গল্প আর হাসি-আড্ডায় কাটিয়েছি। অভিনয়ের প্রস্তাবও পেয়েছি। কিন্তু অভিনয় নিয়ে আপাতত ভাবছি না- এ কথা জানিয়ে দিয়েছি সবাইকে।

উল্লেখ্য, নব্বই দশকে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু রোমানা। এরপর মডেলিং, নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন রোমানা।

সর্বশেষ ২০১৪ সালে রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় ‘যতো দূরে যাবে বন্ধু’ নাটকে অভিনয় করেন তিনি।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি