ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেছেন সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। আজ রোববার সকালে সচিবালয়ে এ বৈঠক হয়।
বৈঠকটি সকাল ৯টার দিকে বৈঠক শুরু হয়ে ‌১০টায় শেষ হয়। বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ৯টার দিকে সচিবালয়ে আসেন জিম ইয়ং কিম। পরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পৌনে ১০টার দিকে তিনি সচিবালয় থেকে চলে যান। তবে অর্থমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
গতকাল শনিবার বিকালে ঢাকা পৌঁছান বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। মূলত রোহিঙ্গাদের পরিস্থিতি সরজমিনে দেখার জন্যই তিনি বাংলাদেশ সফরে এসেছেন।
রোহিঙ্গাদের জন্য ৪৮ কোটি ডলার  (তিন হাজার ৯৩৬ কোটি টাকা) অনুদান দেবে বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানীয়, পয়ঃনিষ্কাশনসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটির অঙ্গসংগঠন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এই অনুদান দিচ্ছে।
এদিকে গতকাল গভীর রাতে রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার প্রধান হিসেবে ২০০৮ সালের ২৭ মে তিনি বাংলাদেশ সফর করেন।
জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কর্মসূচি নির্ধারিত রয়েছে।
আগামীকাল সোমবার বাংলাদেশ বিমানের উড়োজাহাজে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।
গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। অভিযানের পর থেকে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও উচ্ছেদের শিকার হয়ে আট লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশের টেকনাফে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ বারবার রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিন মিয়ানমারকে বলে আসছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি