ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

অর্ধশতাধিক পৌরসভা ও ইউপি উপনির্বাচনে ভোট চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

দেশে অর্ধশতাধিক পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৫৪টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভা। নির্বাচনী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে সেগুলোতে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

৫৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫২টিতে উপনির্বাচন এবং বাকি দুটির বন্ধ ঘোষিত পদে ভোট নেওয়া হবে। তিনটি পৌরসভার মধ্যে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে এবং নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় একটি ও হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার একটি ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি