ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

অস্ত্র বিক্রি নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ২০ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ফ্লোরিডার এক স্কুলে হামলা চালিয়ে ১৭ শিক্ষার্থীকে হত্যার পর অস্ত্র বিক্রি আইনে পরিবর্তন আনতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাকারী মানষিক রোগী দাবি করলেও তাঁর কাছে থাকা পিস্তলটি সম্পূর্ণ বৈধ থাকায়, যুক্তরাষ্ট্রজুড়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাশের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান সিনেটর জন করনিনের সঙ্গে দ্বিপক্ষীয় একটি বিল আনার ব্যপারে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রে গণদাবির মুখে অস্ত্র নিয়ন্ত্রণ প্রসঙ্গে নিজের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন ট্রাম্প। অতীতে বেশ কয়েকবার অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমালোচনার পাত্র হয়েছেন ট্রাম্প। একবার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, অস্ত্র রাখার ক্ষেত্রে মানুষের যে ব্যক্তিগত অধিকার আছে সেখানে কিছুতেই তিনি হস্তক্ষেপ করবেন না।

বুধবার ফ্লোরিডায় নির্বিচারে গুলি চালিয়ে ১৭জনকে হত্যা করা হয়েছিলো যে সেমি-অটোমেটিক রাইফেল দিয়ে, সেটি বৈধভাবেই কিনেছিলেন হামলাকারী নিকোলাস ক্রুজ। এই ঘটনার পর, হামলাকারীর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে এবং জানা যায় ২০১৬ সালেই মানসিক স্বাস্থ্য পরীক্ষা করাতে বাধ্য হয়েছিলেন তিনি। ক্রুজের মানসিক স্বাস্থ্য নিয়ে এই তথ্য সামনে আসার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হয়।

ফ্লোরিডা হামলায় প্রাণে বেঁচে যাওয়া ডেভিড হগ ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে অস্ত্র নিয়ন্ত্রণের দাবি জানান। হগ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হাউস অফ রেপ্রেজেন্টেটিভ কিংবা সিনেট সবকিছুই আপনার নখদর্পণে। কিন্তু এরপরও মানুষের মানসিক স্বাস্থ্য পরিচর্যার জন্য এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জন্য আপনি একটি বিলও আনেননি। এটি সত্যিই হতাশাজনক। আপনি কর ব্যবস্থায় সংস্কার করেছেন অথচ আমাদের শিশুদের জীবন রক্ষায় কোনো উদ্যোগ নেননি।

এমন সমালোচনার মুখেই, হোয়াইট হাউজ জানিয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন অবস্থান। অস্ত্র বিক্রির আগে ক্রেতার অতীত সম্পর্কে ভালো মত খোঁজ খবর নেওয়ার পক্ষে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যদিও ফ্লোরিডার এ ঘটনার আগে, সবসময়ই তিনি ভিন্ন সুরে কথা বলেছেন।

সূত্র: বিবিসি
একে/ এমজে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি