ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

আইন না জেনেই ধর্মঘট করছে পরিবহন শ্রমিকরা: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ২৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:১৪, ২৮ অক্টোবর ২০১৮

আইন না জেনেই ধর্মঘট করছে পরিবহন শ্রমিকরা বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ নামের যে আইন সংসদে পাশ হয়েছে তা বাতিলের দাবিতে শ্রমিকদের ধর্মঘট নিয়ে তিনি এমন্তব্য করেন।

প্রক্রিয়াগত করণে সংসদের চলতি অধিবেশনে আরপিও সংশোধনের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলের দাবিতে আজ ভোর থেকে সারা দেশে বাংলাদেশে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতির ঘোষনা করে। সড়ক পরিবহন আইন-২০১৮ নামের যে আইন সংসদে পাশ হয়েছে, শ্রমিক ফেডারেশন সেই আইনের বিভিন্ন ধারার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল।

সাম্প্রতিক সময়ে পর-পর বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

তখন নিরাপদ সড়কের দাবিতে স্কুল কলেজের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে সরকার আইনটি প্রণয়ন করে। কিন্তু এর বিরুদ্ধে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন অবস্থান নিয়েছে?

শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী গণমাধ্যমকে বলেন বলেন, সংসদে যে আইন পাশ করা হয়েছে সেটির অনেক ভালো দিক আছে, এবং কিছু বিষয় সংশোধনের প্রয়োজন আছে।

টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি