ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আইন সচিবের কাছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের তিন দফা দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের কাছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নতুন কমিটি তিন দফা দাবির কথা জানিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি শাহ মামুন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি কাজী ছালাউদ্দিন দিদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমসহ ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ দাবির  কথা জানান। 

সংগঠনের সভাপতি শাহ মো.মামুন বলেন, সচিব মহোদয় আমাদের দাবির প্রতি খুবই আন্তরিক। তিনি আমাদের দাবি বাস্তবায়নে আশ্বস্ত করেছেন।

এর আগে গত শনিবার নবনির্বাচিত কমিটি আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সেদিন তারা বিচার বিভাগীয় কর্মচারীদের তিন দফা দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জেলা প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি শাহ্‌ মো. মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ছালাউদ্দিন দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

সভায় বিভিন্ন জেলার বক্তারা কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা ৫ সদস্য বিশিষ্ট একটি জুরি বোর্ড গঠনের মাধ্যমে পরবর্তী কেন্দ্রীয় কমিটি গঠনের অনুরোধ জানান।

এ লক্ষ্যে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড গঠন করা হয়। জুরি বোর্ডের সদস্যরা এসোসিয়েশনের সভাপতি পদে শাহ্‌ মো. মামুন, সিনিয়র সহ-সভাপতি পদে কাজী ছালাউদ্দিন দিদার, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. জিয়াউদ্দিন ফারুক ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হালিমসহ পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির প্রস্তাব করলে উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে তা অনুমোদন করা হয়। 

আগামী এক মাসের মধ্যে সংগঠনের ত্যাগী ও নিবেদিত নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি