ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিচারকদের শৃংখলাবিধি

আইনমন্ত্রী অসুস্থ থাকায় বৈঠক হয়নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ৩ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:১৩, ৩ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

প্রধান বিচারপতির ডাকা বৈঠকে আমন্ত্রণ পেলেও অসুস্থতার কারণে উপস্থিত হননি আইনমন্ত্রী আনিসুল হক। এ কারণে এ বিষয়ে আহূত বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়নি।

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার বিষয়ে সুরাহার জন্য এ বৈঠক ডাকা হয়। কিন্তু অসুস্থ থাকায় বৈঠকে যেতে পারেননি আইনমন্ত্রী।

এ বিষয়ে আইনমন্ত্রী গণমাধ্যমকে বলেন, আমি ভীষণ অসুস্থ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানিয়ে দিয়েছি, আজ আসতে পারছি না। এর আগে ৩১ জুলাই আইনমন্ত্রী বলেছিলেন, তিনি প্রধান বিচারপতিকে ফোন করে বলেছেন বৃহস্পতিবারে সুপ্রিম কোর্টে আসবেন।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আদালতে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেছিলেন, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর ২টা থেকে আমি এবং আপিল বিভাগের বিচারপতিরা রাত ১২টা পর্যন্ত আপনাদের (সরকার) সময় দেবো। বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালা নিয়ে আর রশি টানাটানি নয়। আইনমন্ত্রীসহ সরকারের যে কোনও এক্সপার্ট আসবেন, বৈঠকে বসবো। আপনিও থাকবেন।

আরকে/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি