ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

আইনমন্ত্রীর সঙ্গে আবরারের বাবার সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ২২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নিহত বুয়েটছাত্র আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের আরও দুই সদস্যসহ রাজধানীর গুলশানে মন্ত্রীর বাসায় যান তিনি।

পরে আইনমন্ত্রী জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেলের পাশাপাশি আবরারের বাবার নিয়োগকৃত দুজন আইনজীবী মামলা পরিচালনায় থাকবেন। 

তিনি বলেন, যে গতিতে বিচার কাজ এগিয়ে যাচ্ছে তাতে উনারা সন্তুষ্ট। আইনানুগভাবে, কোনো ভুলত্রুটি ছাড়া, আইনের ব্যত্যয় না ঘটিয়ে বিচারটা যতটুকু তাড়াতাড়ি সম্ভব যেন করা হয়। যেন দ্রুত ট্রাইব্যুনালে যেন বিচার হয়।

আবরারের বাবা বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন, দ্রুত ট্রাইব্যুনালে বিচার হবে। আমরাও চাই বিচারটা দ্রুত হোক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি