ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আইফোনের পুরনো মডেল ধীরগতির বিষয়ে এপলের দুঃখ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:৫১, ২৯ ডিসেম্বর ২০১৭

 

সম্প্রতি আইফোনের পুরনো কিছু মডেলের গতি ধীর হয়েছে বলে অভিযোগ করেছে এর গ্রাহকেরা। আর বিষয়টিকে স্বীকার করে এর জন্য দুঃখ প্রকাশ করেছে টেক জায়ান্ট এপল ইনকর্পোরেশন।

গ্রাহকদের অভিযোগ আইফোনের নতুন মডেলের ডিভাইসগুলো গ্রাহকদের কিনতে একরকম বাধ্য করতে ইচ্ছে করেই ব্যাটারির স্থায়ীত্ব কমিয়ে দিয়েছে এপল। বিষয়টিকে এক রকম মেনে নিয়েই নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এপল জানায়, মূল ডিভাইসটির “আয়ু টিকিয়ে রাখতেই” এ ব্যবস্থা করা হয়েছিল।

তবে গ্রাহকদের সমালোচনার মুখে হ্রাসকৃত মূল্যে ব্যাটারি পরিবর্তন করে দেবার ঘোষণা দেয় এপল। আইফোন-৬ থেকে এর আগের মডেলের ডিভাইস ব্যবহার করা প্রতি গ্রাহকই বিক্রোয়ত্তর ওয়ারেন্টি সেবা ছাড়া ৭৯ ডলারের ব্যাটারি পাবেন ২৯ ডলারে।

বিবৃতিতে এপল আরও জানায়, গ্রাহকদের প্রতি এপলের আন্তরিকতা এবং এপলের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এপলের আইফোনের ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দেবার বিষয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই আলাদা আলাদা আটটি মামলা দায়ের করা হয়। এছাড়াও ইজরায়েল এবং ফ্রান্সেও এপলের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হয়।

সুত্র: বিবিসি।

 

//এসএইচএস//এসএইচ

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি