ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগের অস্তিত্ব জাদুঘরেও খুঁজে পাওয়া যেত না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ২৯ মে ২০১৭ | আপডেট: ১৮:১৭, ২৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব জাদুঘরেও খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।জিয়াউর রহমানের ৩৬’তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি এ’ মন্তব্য করেন। আবদুল্লাহ আল নোমান আরো বলেন, ক্ষমতা কুক্ষিগত করার জন্য শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সেটা সুখকর হয়নি। বর্তমান সরকারও ’৭৫ এর এনালগের পরিবর্তে এখন দেশে ডিজিটাল বাকশাল প্রবর্তনের নীল নকশা করছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি