ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনছেন নায়ক শাকিব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ১০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪৪, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন নায়ক শাকিব খান। শনিবার সন্ধ্যায় শাকিব নিজেই এ তথ্য জানান।

তিনি আরও জানান, রোববার সকালে তিনি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। তবে কোন আসন থেকে নির্বাচন করতে চান তা জানাননি শাকিব।

এর শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন দুই ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। রোববার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারা ফরম সংগ্রহ করবেন বলেও জানান বিপ্লব।
সাকিব খানের মনোয়ন নিয়ে বেশ আলোচনা হচ্ছে মিডিয়া জগতে।


এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি