ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন মাহফুজুর রহমান মিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ১৯ নভেম্বর ২০২৩ | আপডেট: ২০:৩৩, ১৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন চট্টগ্রাম-৩, (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য আলহাজ মাহফুজুর রহমান মিতা। তিনি এই আসন পুনরায় নৌকা প্রতীকে বিজয়ী হয়ে হ্যাট্রিক বিজয় করতে চান। এদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী রয়েছেন অর্ধ-ডজন নেতা। 

গতকাল শনিবার বেলা ১২টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এরপর আজ রোববার বিকেলে মনোনয়ন পত্র জমা দেন। 

মাহফুজুর রহমান মিতা বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সন্দ্বীপে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। সারাদেশের ন্যায় সন্দ্বীপে নজিরবিহীন উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। তাই আবারও আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তাই আমি আবারও নৌকা প্রতীক পাব বলে আশা রাখি। একই সঙ্গে সকলের কাছে দোয়া কামনা করছি।  

উল্লেখ্য, তিনি বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

প্রসঙ্গত, মাহফুজুর রহমান মিতা ২০০৮ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে তিনি পরাজিত হন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে তিনি ৩৪ হাজার ভোট পান। পরে ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পুনরায় বিজয়ী হন। একাদশ সংসদে তিনি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এবার তিনি নৌকা প্রতীক পেলে হ্যাট্রিক বিজয় সূচিত হবে। অন্যদিকে তাঁর বিপরীতে নৌকার মনোনয়ন চান অর্ধডজন নেতা। তাদের মধ্যে রয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল কাদের মিয়া, সাবেক মেয়র জাফর উল্লাহ টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল আহসান সুমন প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি