ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

আকস্মিক পদত্যাগের ঘোষণা বিসিসি মেয়র কামালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র আহসান হাবিব কামাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নির্ধারিত পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ২২ দিন আগে আকস্মিকভাবে তিনি এ ঘোষণা দিলেন।

আজ সোমবার দুপুরে নগরীর কালুশাহ সড়কের নিজ বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কামাল অভিযোগ করে বলেন, ‘অদৃশ্য চাপের কারণে আগামী ৪ অক্টোবর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। নির্ধারিত মেয়াদের আগেই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ায় আমি নগরবাসীর কাছে ক্ষমা চাই।’

মেয়র কামাল জানান, তার মেয়াদ শেষ হতে এখনও ২২ দিন বাকি। তবে তাকে নগর ভবনের কোনো কাজই পরিচালনা করতে দেওয়া হচ্ছে না। নগর ভবনের তহবিলে প্রায় ৬০ কোটি টাকা জমা থাকার পরও অদৃশ্য এক শক্তি নগর উন্নয়ন, রাস্তাঘাট মেরামত, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ, সড়কের জন্য বাতি কেনা, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, স্টেশনারি মালামাল কেনা, নগরবাসীর সেবাসহ দাফতরিক কাজকর্ম করতে বাধা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গত ‘২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে জনগণের ভোটে আমি মেয়র নির্বাচিত হই।অথচ, কয়েক বছর ধরে প্রতিকূলতার মধ্যেও আমাকে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। কিন্তু গত জুন মাস থেকে অদৃশ্য শক্তির কারণে আমার আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। নগর ভবন এবং নগরবাসীর জন্য আমি কোনো সেবামূলক কাজ করতে পারছি না। তাই এই পদে বহাল থাকা আমার পক্ষে শোভনীয় নয়। তাই এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি।’

মেয়র কামাল জানান, আগামীকাল (মঙ্গলবার) তিনি তাঁর মেয়াদের সব শেষ অফিস করবেন। আগামী ৪ অক্টোবর নিয়মানুযায়ী তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনকে (প্রয়াত) হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি কেন্দ্রীয় কমিটির তৎকালীন মৎস্যজীবীবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি