ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আগামী রোববার থেকে সন্ধ্যা সাড়ে ৬টার আগে ফুটপাতে কোন হকার বসতে দেয়া হবেনা

প্রকাশিত : ১৯:৪২, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৪২, ১১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আগামী রোববার থেকে কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ৬টার আগে ফুটপাতে কোন হকার বসতে দেয়া হবেনা বলে ঘোষনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। দুপুরে নগর ভবন মিলনায়তনে হকার সমিতির নেতা, স্থানীয় প্রতিনিধি ও আইনশৃংখলা বাহিনীর সঙ্গে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। প্রাথমিকভাবে গুলিস্তান, মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঢাকা মহানগর পুলিশ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে বলে জানান তিনি। যারা হকারদের থেকে চাঁদা নেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন সাঈদ খোকন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি