ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রূপগঞ্জে ব্যবসায়ী হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ১৫ মে ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চাল ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল হক এই রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, ২০০৯ সালের ২০ আগষ্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামের একটি রাইস মিলের মালিক চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লালকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। 

দীর্ঘদিন এ মামলাটি বিচারিক আদালতে চলমান অবস্থায় সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। রায়ে দুই জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ একজনকে মামলা থেকে খালাস প্রদান করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি