আগামী ১৫ জানুয়ারি জাতীয় শিক্ষা ও পাঠ্য পুস্তক বোর্ডের সামনে সমাবেশ
প্রকাশিত : ১৯:০১, ১১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০১, ১১ জানুয়ারি ২০১৭
পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক বিষয় বাদ দেয়াসহ অসঙ্গতি দূর করা না হলে আগামী ১৫ জানুয়ারি জাতীয় শিক্ষা ও পাঠ্য পুস্তক বোর্ডের সামনে সমাবেশ করবে প্রগতিশীল কয়েকটি সংগঠন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা বলেন, পাঠ্যপুস্তক সংশোধন করা না হলে আগামী প্রজন্ম জঙ্গি হিসেবে গড়ে উঠবে। যত দ্রুত সম্ভব পাঠ্যপুস্তকের ভুল ঠিক করারও আহ্বান জানান তারা। ভুল সংশোধন করা না হলে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও জানান তারা।
আরও পড়ুন