ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

আগামীকাল মন্ত্রিসভার বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৭ জুন ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

আগামীকাল সোমবার বৈঠকে বসছে মন্ত্রিসভা। করোনাভাইরাস মহামারীর মধ্যে এক মাস পর জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (মন্ত্রিসভা অধিশাখা) মো. রাহাত আনোয়ার জানান।

মো. রাহাত আনোয়ার বলেন, ‘সীমিত সংখ্যক সদস্যকে নিয়ে দূরত্ব রেখে বসার ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এ বৈঠক হবে।’ 

এর আগে ৬ এপ্রিল করোনা মহামারীর মধ্যেই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ৭ মে গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার বৈঠক হয় যাতে প্রধানমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী তাতে অংশ নেন। তখনও দূরত্ব রেখে বসার ব্যবস্থা হয়েছিল, সবার মুখে ছিল মাস্ক।

জানা যায়, সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। সোমবার বাদে অন্য যে কোনো দিন বৈঠকে বসতে পারে মন্ত্রিসভা। তবে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার বৈঠক হয় না। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহবান করতে পারেন।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি