ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

আগুন বোমা ত্যাগ করে আত্মসমর্পণ করুন : ইনু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৩১ জুলাই ২০১৮ | আপডেট: ১১:২৪, ৩১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগুন বোমা ত্যাগ করে আত্মসমর্পণ করুন। তিনি বলেন, জনগণ ওই সব নেতাদের প্রতি বিরক্ত যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। ইনু বলেন, বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের মাঝে আমরা একজন রাষ্ট্রনায়ককে পেয়েছি।  

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজ অন্তরীক্ষে উড়ছে বাংলাদেশের পতাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভিতটা তৈরি করে গেছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে প্রসারিত করছেন।

এ সময় স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ বিষয়ে তথ্যমন্ত্রণালয়ের কাজের অগ্রগতির কথাও বলেন ইনু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি