ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আগের কর্মস্থল সম্পর্কে নেতিবাচক মত দেওয়া যাবে না গুগলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলে অতীত কর্মস্থলের বিষয়ে নেতিবাচক মতামত আর দেওয়া যাবে না। সম্প্রতি নিজেদের নীতিমালা কাঠামোতে এ পরিবর্তন আনে গুগল।

গুগলের বিজনেস টুলস-এ আগে কোন ব্যক্তি তার অতীত কর্মস্থলের বিষয়ে নেতিবাচক মতামত (রিভিউ) দিতে পারতেন। তবে সাম্প্রতিক নীতিমালায় এমন পরিবর্তনের ফলে আর নেতিবাচক মতামত দেওয়া যাবে না। শুধু অতীত কর্মস্থলই না, নেতিবাচক মতামত দেওয়া যাবে না বর্তমান কর্মস্থল নিয়েও।

গুগল দ্য ইন্ডিপেন্ডেন্টকে জানায়, কর্মস্থল ছেড়ে আসা কর্মীরা যখন তাদের অতীত কর্মস্থল নিয়ে নেতিবাচক মতামত প্রকাশ করে তখন তা সেসব প্রতিষ্ঠানের সুনাম নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময়ই তাদের এমন মতামতে বিভ্রান্ত হন সেসব প্রতিষ্ঠানের গ্রাহকেরা। যে কারণেই এমন সিদ্ধান্ত বলে জানায় গুগল।

উল্লেখ্য, নতুন এ নীতিমালার সুবাদে কোন প্রতিষ্ঠান এখন সরাসরি গুগলের সঙ্গে যোগাযোগ করতে পারবে। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেতিবাচক মতামত চলে আসলেও প্রতিষ্ঠানটি সেটি সরিয়ে ফেলতে গুগলকে অনুরোধ করতে পারবে।

সূত্র: টাইম অব ইন্ডিয়া।

 

//এসএইচএস//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি