ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আজ ট‌ুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:০৮, ৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিপরিষদের বাকি সদস্যরা বাসে করে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় যাবেন।

সকাল ১০টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। পরে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

এ দিকে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পুলিশ বিভাগ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি