ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

আজ থেকে চলবে আরও দুটি ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ৪ জুন ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দুই মাসের বেশি বন্ধ থাকার পর গত ৩১ মে চালু হয় ৮টি আন্তঃনগর ট্রেন। গতকাল বুধবার চালু হয়েছে আরো নয়টি। আজ বৃহস্পতিবার থেকে চালু হবে নতুন দুটি ট্রেন। এ দুটি হচ্ছে- ঢাকা-বেনাপোল রুটের ‘বেনাপোল এক্সপ্রেস’ এবং ঢাকা-কুড়িগ্রাম রুটের ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’। 

করোনাকালে আম পরিবহনে আগামীকাল শুক্রবার থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলবে ‘ম্যাঙ্গো স্পেশাল’ পার্সেল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের মৌসুমে চলবে এই লাগেজ ট্রেনটি। করোনার সংক্রমণ রোধে ট্রেন চলছে অর্ধেক আসন খালি রেখে। বুধবার চালু হওয়া নয়টি ট্রেনও একই পদ্ধতিতে চলেছে। 

স্বল্প দূরত্বের স্টেশন যেমন ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদীতে থামছে না।

রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান এ তথ্য জানিয়েছেন। 

গতকাল চালু হওয়া ঢাকা-ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ রুটের ‘তিস্তা এক্সপ্রেস’ এবং ঢাকা-ময়মনসিং-জামালপুর রুটের ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ সাধারণ সময়ে যাত্রীতে পূর্ণ থাকে। 

ট্রেনে ওঠা যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। 
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি