আজ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু
প্রকাশিত : ০৭:৪৭, ১ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৮:১৮, ১ অক্টোবর ২০১৮

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এই কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে পাঁচ থেকে ১১ বছর বয়সী সব শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১২ থেকে ১৬ বছর বয়সী সব শিশুকে এক ডোজ করে কৃমিনাশক ওষুধ সেবন করানো হবে।
এ ছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালানো হবে।এবার চার কোটি ৬ লাখ শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৫ সালে সর্বপ্রথম খাগড়াছড়ি, ফেনী ও পটুয়াখালী জেলায় কৃমি নিয়ন্ত্রণ পাইলট কর্মসূচি চালু করা হয়। ২০০৭ সালে ১৬ জেলায়, ২০০৮ সালে ২৪ জেলায় চালু হয় এবং বর্তমানে সারাদেশেই এই কার্যক্রম চলছে। ২০০৮ সাল থেকে দেশের এক লাখ ২০ হাজার প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, ৩০ হাজার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এই কর্মসূচির আওতাভুক্ত।
এসএ/
আরও পড়ুন