ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০, ৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। অপরদিকে বুধবার থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। বাসের আগাম টিকিট বিক্রির দিন ধার্য ছিল রবিবার। কিন্তু দূরপাল্লার বাস বন্ধ থাকার কারণে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন টিকিট বিক্রির সিন্ধান্ত পরিবর্তন করে।

এ দিকে আগাম টিকিট বিক্রির জন্য প্রত্যেকটি পরিবহণের আলাদা কাউন্টার খোলা হয়েছে। বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে। মালিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পরিবহণকে অনুরোধ জানানো হয়েছে, কোন ভাবেই যেন সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বেশি আদায় করা না হয়।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বাসের আগাম টিকিটি বিক্রি শুরু হবে। দেয়া হবে ১৬ আগস্ট থেকে ২১ আগস্টের টিকিট।
তিনি জানান, গাবতলী ও সায়েদাবাস বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টারে আগাম টিকিট পাওয়া যাবে। কোনো ভাবেই ঈদ উপলক্ষে পরিবহণের ভাড়া বাড়বে না বলে তিনি জানান।

ট্রেনের টিকিট :

বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়ে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামে স্টেশন থেকে টিকিট দেওয়া হবে। ট্রেনের টিকিট বিক্রির সূচি অনুযায়ী ৮ আগস্ট দেওয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে।
একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টায় বিক্রি শুরু হবে। ২৪ আগস্টের ফিরতি টিকিট দেওয়া হবে ১৫ আগস্ট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি