ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আজ থেকে শুরু হচ্ছে রেলওয়ে সেবা সপ্তাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৪ ডিসেম্বর ২০১৯

আজ বুধবার থেকে শুরু হচ্ছে রেলওয়ে সেবা সপ্তাহ। রেলপথ মন্ত্রণালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সেবা সপ্তাহ আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এ উপলক্ষে আজ থেকে বিশেষ সেবা দেবে রেলওয়ে। এ জন্য রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্স ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্ম দেখা, ওভারব্রিজের অবস্থা, চলন্ত ট্রেন ও বাথরুমে বিদ্যুৎ-পানি-লাইটের অবস্থা এবং নিয়োজিত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

এ উপলক্ষে রেলওয়ের হাসপাতাল সংলগ্ন স্টেশনগুলোতে যাত্রীদের জন্য চিকিৎসাসেবা দেওয়া হবে। এখানে প্রাথমিক চিকিৎসা হিসেবে যাত্রীদের ব্লাডপ্রেশার ও ডায়াবেটিস চেক করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ উপলক্ষে স্টেক হোল্ডারদের নিয়ে রেল ভবনে আলোচনা সভার আয়োজন করা হবে।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি