ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

আজ থেকে সব কার্যদিবসেই বসবে ভার্চুয়াল আপিল বিভাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১২, ১৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সপ্তাহের সব কার্যদিবসেই আজ রোববার থেকে চলবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল কার্যক্রম। শনিবার সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে। গত ১২ মার্চের পর ১৩ জুলাই করোনা মহামারির মধ্যে প্রথমবার ভার্চুয়াল আপিল বিভাগ বসেছিল। 

এদিকে অধস্তন আদালতে শারীরিক উপস্থিতির মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা, এ-সংক্রান্ত মোকদ্দমার জরুরি দরখাস্ত এবং সাকসেশনের (উত্তরাধিকার ঘোষণা) মোকদ্দমার শুনানি ও নিষ্পত্তি করা যাবে- এমন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে অধস্তন আদালতে শুধু দেওয়ানি মামলায় জরুরি দরখাস্ত এবং সাকসেশন মামলা শুনানি ও নিষ্পত্তি করা যাবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি