ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

আজ থেকে সার্ক চলচ্চিত্র উৎসব শুরু

প্রকাশিত : ১১:৪০, ২ জুলাই ২০১৯ | আপডেট: ১৬:১৯, ২ জুলাই ২০১৯

সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৯ শুরু হচ্ছে আজ থেকে। চলবে ৭ জুলাই পর্যন্ত। শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত এ উৎসবে বাংলাদেশের পাঁচ ছবি প্রদর্শিত হবে। উৎসবে মাস্টার চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হবে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সিনেমা ‘আলফা’।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ও নুর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে নোমান রবিন পরিচালিত ‘কোয়াটার মাইল কান্ট্রি’ এবং চৈতালি সমাদ্দার ও সাইফুল আকবর খান পরিচালিত ‘সি ইউ’।

৪ জুলাই অনুষ্ঠিত হবে সার্কভুক্ত দেশগুলোর নবীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে কর্মশালা। ৭ জুলাই উৎসবের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

এর আগে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ সপ্তম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য এবং অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে ‘হালদা’ সেরা চলচ্চিত্রসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার পায়।

এ সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা তৌকীর আহমেদ বলেন, ‘ফাগুন হাওয়া নিয়ে আমার আশাবাদ একটু বেশিই ছিল। সেটার ফলও পাচ্ছি। প্রত্যেকটি পুরস্কার আমাকে আরও বেশি উৎসাহিত করছে।’

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি