ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

৬ বনদস্যু বাহিনীরি আত্মসমর্পণ

আজ দস্যুমুক্ত হচ্ছে সুন্দরবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ১ নভেম্বর ২০১৮

আরও ছয়টি বনদস্যু বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হচ্ছে। আত্মসমর্পণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবন দস্যুমুক্ত হবার ঘোষণা দেবেন।

সকালে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বনদস্যু বাহিনীগুলোর সদস্যরা আত্মসমর্পণ করবেন। এসময়ে বাগেরহাটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও স্থানীয় এমপিসহ এলিটফোর্স র্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সুন্দরবনের সর্বশেষ ছয়টি বাহিনী প্রধানসহ ৫৪ জন বনদস্যু ৫৮টি আগ্নেয়াস্ত্র ও তিন হাজর ৩৫১ রাউন্ড গোলাবারুদ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আত্মসমর্পণকৃত বনদস্যু বাহিনীগুলো হলো— সত্তার বাহিনী, শরিফ বাহিনী, মুকুল-সিদ্দিক বাহিনী, আল-আমিন বাহিনী, আনারুল বাহিনী ও তৈয়ব বাহিনী। অনুষ্ঠানে ইতোপূর্বে আত্মসমর্পণ করা সুন্দরবনের ৯টি বনদস্যু বাহিনীর ৮৪ জন সদস্যের হাতে ১ লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হবে। আইন-শৃংখলা বাহিনীর দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এলিটফোর্স র্যাবের তৎপরতায় ২০১৫ সালের ৩১ মে প্রথম বাগেরহাটের মোংলা বন্দরের ফুয়েল জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে ৫০টি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে তার ৯ সহযোগীসহ বনদস্যু ‘মাস্টার বাহিনী’ প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার আত্মসমর্পণ করেন। এরপর পর্যায়ক্রেমে মানজার বাহিনী প্রধান মানজার সরদার, মজিদ বাহিনী প্রধান তাকবির বাগচী মজিদ, বড় ভাই বাহিনী প্রধান আবদুল ওয়াহেদ মোল্লা, ভাই ভাই বাহিনী প্রধান মো. ফারুক মোড়ল, সুমন বাহিনী প্রধান জামাল শরিফ  সুমন, দাদা ভাই বাহিনী প্রধান রাজন, হান্নান বাহিনী প্রধান হান্নান, আমির বাহিনী প্রধান আমির আলী, মুন্না বাহিনী প্রধান মুন্না, ছোট শামছু বাহিনী প্রধান শামসুর রহমান, মানজু বাহিনী প্রধান মো. মানজু সরদার ও সূর্য বাহিনী প্রধান সূর্যসহ ২৯টি বনদস্যু বাহিনীর ২৭৪ সদস্য ৪০৪টি আগ্নেয়াস্ত্র ও ১৯ হাজার ১৫৩ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি