ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আজ দেখা যাবে ৩৪টি চলচ্চিত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২০:৩৬, ১৬ জানুয়ারি ২০১৯

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সপ্তম দিন। এবারের উৎসবে ৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্র দেখানো হবে। আজ বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ৩৪টি চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই স্লোগান নিয়ে এবারের উৎসবে আটটি বিভাগে প্রতিযোগিতা হচ্ছে। 

এগুলো হলো- ‘পিপসি :অ্যা লিটল ফুল অব হোপ’, ‘মিডইন্টার নাইটস ড্রিম’, ‘অ্যা বিগার গেম’, ‘পিক-আপ-লাইফ’, ‘লর্ড অব দ্য অরফানস’, ‘বোতলভূত’, ‘সিরিয়াল কুকু’, ‘কালারস অব মানি’, ‘অসুখওয়ালা’, ‘পেইন্টিং লাইফ’, ‘ব্রাদার্স অব সাইলেন্স’, ‘হ্যাটট্রিক’, ‘ওয়াইল্ড রোসেস’, ‘কোমেটিন’, ‘অরফানস’, ‘দিয়া’, ‘দ্য সেম’, ‘মেলোডি’, ‘ব্লু লাইট’, ‘গুডবাই’, ‘দ্য সল্ট ওয়াটার গার্ল’, ‘লাইফ অব লাইভলিহুড’, ‘দ্য ভয়েস ওভার’, ‘এইটডে’, ‘ফ্রম দ্য অ্যাজ অব সেনেটি’, ‘জোনা’, ‘রিমেম্বার বাগদাদ’, ‘ট্রান্সলেশন’, ‘বোনোবে’, ‘ব্রাদারহুড’, ‘দ্য পিগন থিবস’, ‘রিশতা’, ‘সিরিয়াল কুক’ ও ‘সিঙ্গেল রক’।
১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসবে ৭২টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি এবং বিভিন্ন চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন দর্শকদের সঙ্গে। দেশ-বিদেশের ১২ জন বিচারক চলচ্চিত্রগুলোর বাছাইকাজ সম্পাদন করবেন।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি