ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

আজ পাঁচটি বাস পাচ্ছে রমিজ উদ্দিন কলেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৫, ৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত পাঁচটি বাস হস্তান্তর করা হবে আজ শনিবার।

বাসচাপায় ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার্থী পরিবহনের জন্য এ বাস পাঁচটি দেওয়া হচ্ছে।
গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের প্রতি মানুষের প্রত্যাশা বেশি, আওয়ামী লীগ প্রত্যাশা অনুযায়ী কাজ করে, কথা দিলে কথা রাখে বিভ্রান্ত হবেন না।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত পাঁচটি বাস রমিজ উদ্দিন কলেজকে শনিবার হস্তান্তর করা হবে। স্থান : সিএমএইচের বিপরীতে সকাল সাড়ে ৯টা ৩০ মিনিট।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি