আজ বিদায় নিচ্ছেন বার্নিকাট
প্রকাশিত : ১৪:২৩, ২ নভেম্বর ২০১৮

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট বিদায় নিচ্ছেন আজ। শুক্রবার বিকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
প্রায় চার বছর বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর নিজ দেশে ফিরে যাচ্ছেন আজ।
২০১৫ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট ঢাকায় আসেন। বাংলাদেশে অবস্থানকালে রাষ্ট্রদূতদের মধ্যে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বরাবরই। ৩৭ বছরের চাকরি জীবন থেকে অবসর নিতে চলেছেন এ কূটনীতিক।
এই সময়ে তিনি গভীরভাবে চিনেছেন বাংলাদেশের মানুষ, পথঘাট ও সংস্কৃতি। মাঝে মাঝেই পরেছেন বাঙালি নারীর প্রিয় পোশাক শাড়ি। বিদায়ের আগে মঙ্গলবার সর্বশেষ সংবাদ সম্মেলনেও তেমনই সাজে দেখা গেছে তাকে।
সর্বশেষ সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নই ছিল তার প্রধান লক্ষ্য। সে অনুযায়ীই তিনি কাজ করেছেন।
বাংলাদেশকে একটি সফল দেশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি যেখানে যাব, সেখানে বাংলাদেশের সফলতার গল্প বলব।
এসএ/
আরও পড়ুন