ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

আজ সংরক্ষিত আসনের ফরম বিক্রি করবে আ.লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ১৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১০:১৩, ১৫ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় ফরম বিতরণ শুরু হবে আজ মঙ্গলবার। সকাল ১০টা থেকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করা হবে। একই স্থানে ফরম জমা দিতে হবে।

দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বেশির ভাগই পাবে আওয়ামী লীগ। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন পেয়েছে। এ হিসাবে তারা পাবে ৪৩টি আসন। জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। এর বিপরীতে তারা পাবে ৪টি নারী আসন। বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে ৮টি আসন। এই অনুপাতে তারা পাবে ১টি আসন। বাকি ২টি আসন পাবে অন্য দলগুলো।
আইন অনুযায়ী, যে দলের অনুকূলে যতটি আসন নির্ধারিত হবে, দলগুলো সেই সব আসনপ্রতি এক বা একাধিক প্রার্থী মনোনয়ন দিতে পারবে। একজন করে প্রার্থী দেওয়া হলে ভোটাভুটির প্রয়োজন হবে না। তবে আসনপ্রতি একাধিক প্রার্থী থাকলে দলের সদস্যদের ভোটে একজন নির্বাচিত হবেন।
এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি