ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আজ হচ্ছে না মন্ত্রিসভার নিয়মিত বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আজ অনুষ্ঠিত হচ্ছে না মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এদিকে এবার সচিবালয়ে সর্বশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ১৫ অক্টোবর।

মন্ত্রিসভা বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, একে তো সরকারের প্রায় শেষ সময়। এখন সব রাজনৈতিক দলই নির্বাচনমূখী। সরকারী দলের অবস্থানও এর ব্যাতিক্রম নয়। তাছাড়া বর্তমান সরকারের আমলে মন্ত্রিসভায় নেয়া বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি হারও সন্তোষ জনক। ফলে সরকারের শেষ সময়ে আজ অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের মত জরুরী কোনো এজেণ্ডা নেই।
সূত্র জানায়, মন্ত্রিসভা বৈঠকে সরকারের নীতি ও কর্মকৌশল উপস্থাপন করা হয়। তাছাড়া মন্ত্রিসভায় সব সময় দীর্ঘ মেয়াদী সিদ্ধান্ত নেয়া হয়। ফলে তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত সাধারণত মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় না।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি