ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

আজ হতে পারে খালেদার আরেকটি মামলার রায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ২৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:৩৭, ২৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ সোমবার ঘোষণা হতে পারে। ঢাকার পঞ্চম বিশেষ আদালত এ মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রেখেছেন। তবে রায় ঘোষণা হবে কি-না তা নির্ভর করছে আপিল বিভাগের আদেশের ওপর।

এ মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার বিচার চলবে কি-না, সে বিষয়ে করা আপিলে আজ আদেশ দেওয়ার জন্য দিন ধার্য রেখেছেন সর্বোচ্চ আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রেখেছেন রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী ঢাকার পঞ্চম বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার বিচার চলবে কি-না, সে বিষয়ে গতকাল রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে উভয় পক্ষের শুনানি হয়। এরপর আজ রায়ের জন্য দিন ধার্য রাখেন আদালত। আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় মামলাটি রাখা হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি