ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আট উপজেলার নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ১৩ অক্টোবর ২০১৯

পাঁচ ধাপের নির্বাচনের মধ্যে নানা কারণে স্থগিত হওয়া আট উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। এ উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

যেসব উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা হচ্ছে- শেরপুর সদর, নেত্রকোণার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়া।

নির্বাচনী বিধান অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার শেষ করার বিধান রয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সোমবার সকাল ৯টায়। তার আগের ৩২ ঘণ্টা অর্থাৎ গতকাল শনিবার মধ্যরাত ১টার মধ্যে প্রচার কাজ শেষ হয়েছে।

নির্বাচন কমিশন’র (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্বাচন সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, আটটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ হবে। আর শেরপুর সদর, নেত্রকোণার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোট হবে গোপন ব্যালট পেপারে।

এমএস/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি