ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

আদালতে ঝুলে থাকা ৩০ লাখ মামলা’র নথি তথ্য প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা

প্রকাশিত : ১৭:১৮, ৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:১৮, ৮ অক্টোবর ২০১৬

দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে, দেশের বিভিন্ন আদালতে ঝুলে থাকা ৩০ লাখ মামলা’র নথি তথ্য প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনায় কাজ করছে সরকার এমনটাই জানিয়েছেন, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক। রাজধানীতে এশিয়া অঞ্চলের ‘অ্যাসোসিয়েশন অব প্রগ্রেসিভ কমিউনিকেশন’ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, ইন্টারনেট সহজলভ্য করতে, দেশ জুড়ে অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ ২০১৮ সালেই শেষ করা হবে। দেশের প্রান্তিক জনপদের মানুষের দৈনন্দিন কাজে ইন্টারনেট ব্যবহার বাড়াতে নতুন নতুন প্রকল্প নেওয়ার কথাও জানান তিনি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি