ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

আদালতের নতুন সময়সূচি নির্ধারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ২৩ আগস্ট ২০২২ | আপডেট: ১৮:৪৪, ২৩ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

আদালতের বিচারকার্য পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও দেশের সব নিম্ন আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

মঙ্গলবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৫ আগস্ট থেকে আপিল বিভাগ আগের নিয়মেই সকাল ৯টায় বিচারকার্য পরিচালনার জন্য বসবেন। 

হাইকোর্ট বিভাগে বিচারকার্য শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। চলবে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত।

আর দেশের সব নিম্ন আদালতে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিচারকাজ শুরু হয়ে চলবে বিকাল পৌনে ৩টা পর্যন্ত। মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে।

এর আগে বিকাল ৪টা থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি