ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

আদালতের মাধ্যমে সিনহাকে ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:৫৮, ২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে আদালতের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। আইন অনুযায়ী তাঁর বিচার চলবে। এমনটিই জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সফটওয়্যার ও অ্যাপস উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

আনিসুল হক বলেন, তাঁর (এস কে সিনহা) ইচ্ছাগুলো, ফ্রাস্টটেশনগুলো, ব্রোকেন ড্রিমের মাধ্যমে পূরণ করতে পারেননি বলেই উনি আহাজারি করছেন। সেসব বিষয়ে আমার কিছু বলার নেই।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিচারপতি সিনহাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া আদালতের মাধ্যমে হবে।

দেশের প্রতি সিনহার কোনো আনুগত্যবোধ নেই মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, যেসব কথা তিনি (সিনহা) বলছেন সেসব কথা আগে দেশে থেকেও বলতে পারতেন। কিন্তু সেগুলো যেহেতু সবই মিথ্যা তাই তিনি সেসব কথা দেশের বাইরে গিয়ে বলছেন।

এতে এটা পরিষ্কার হলো যে, তিনি এসব কথা বলছেন বিদেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য। কারণ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিচার থেকে বাঁচতেই তিনি যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামা সিকার হয়েছেন।

/ এআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি