আপন জুয়েলার্সের স্বর্ণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে হস্তান্তর হবে আজ
প্রকাশিত : ১৩:১২, ৪ জুন ২০১৭

আপন জুয়েলার্সের জব্দ করা সাড়ে ১৩ মন স্বর্ণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে আজ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর।
ঢাকার ৫টি শো-রুমে অভিযান চালিয়ে এসব স্বর্ণ আটক করে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। রোববার জব্দকৃত এসব স্বর্ণ শুল্ক বিভাগ কাস্টমস হাউজের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে পৌঁছ দেবে। আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ উঠার পর থেকেই চালানো অভিযানে আটক করা হয় সাড়ে ১৩ মন স্বর্ণ। প্রায় ২০ দিন সময় পেয়েও কোন বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হলে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানানো হয়।
আরও পড়ুন