ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

আপাতত সিঙ্গাপুরেই থাকছেন এন্ড্রু কিশোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১৩ মে ২০২০

বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর আপাতত সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন না। তার শারীরিক অবস্থা আগের থেকে ভালো থাকার পরেও তিনি আপাতত ফিরছেন না। যদিও আজ বুধবার তার দেশে ফেরার কথা ছিল।

সিঙ্গাপুর থেকে শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সব ঠিকঠাক থাকার পরও মঙ্গলবার রাতে এন্ড্রু কিশোর করোনার এই পরিস্থিতিতে এখন দেশে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে ফিরবেন সেটা এখনই বলা যাচ্ছে না। এদিকে এরইমধ্যে শেষ হয়েছে তার প্রয়োজনীয় কেমোথেরাপি। 

এন্ড্রু কিশোর ৮ মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। শিল্পীকে এই সময়ে ছয়টি ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। 
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি