ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

আবারও ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ১২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২২:১৬, ১২ ডিসেম্বর ২০১৮

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট-ইআইইউ ধারণা করছেন আগামি একাদশ সংসদ নির্বাচনে আবারও জয়ী হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

ডিসেম্বরের শুরুতে সর্বশেষ বাংলাদেশ বিষয়ে প্রকাশিত এক গবেষণায় ইআইইউ এই তথ্য জানিয়েছে। 

ইকোনমিস্ট গ্রুপের গবেষণায় এর কারণ হিসেবে বলা হয়, ‘আওয়ামী লীগের নেতৃত্বে গত কয়েক বছর ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি পেয়েছে বাংলাদেশ। তৃণমূলের সমর্থন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে বড় ভূমিকা রাখবে।’      

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ভাবমূর্তি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ইআইইউ।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট মনে করছে, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে আর্থ-সামাজিক ক্ষেত্রে অসাধারণ অগ্রগতির পাশাপাশি ভোটের মাঠে একটি কার্যকর বিরোধী শক্তির অনুপস্থিতির কারণে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে বড় কোনো চ্যালেঞ্জ গড়ে তুলতে পারবে না।’ 

ইআইইউর পূর্বাভাসে আরও বলা হয়, ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আগামী পাঁচ বছরও অব্যাহত থাকবে। এই সময়ে জিডিপি প্রবৃদ্ধি হবে গড়ে ৭.৭ শতাংশ হারে। বেসরকারি খাতে বিনিয়োগ ও ভোগ বৃদ্ধি এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।’  

প্রতিবেদনে বলা হয়, বিদেশি বিনিয়োগপ্রাপ্তি অব্যাহত রাখা, এবং দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের ভূমিকা বাড়াতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় পাওয়া গুরুত্বপূর্ণ। 

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি