ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আমরা চাই মানুষ তার ভোটটা শান্তিতে দিতে পারুক: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ২১:৫৭, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এদেশের মানুষের যেন আর জ্বালাও-পোড়াও ঘটনার সম্মুখীন হতে না হয়। দেশের মানুষ তার ভোটটা শান্তিতে দিতে পারুক। দেশের মানুষ তার মন মতো সরকার বেছে নিক; সেই চিন্তাটা করেই কিন্তু আমরা এই সংলাপে বসেছি এবং আলোচনা করেছি।

আজ শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জেলা হত্যা দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা ও তারেক জিয়ার বিরুদ্ধে এসব মামলা করেছে তাদেরই আপনজন। তাদেরই বানানো রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন, তাদেরই বানানো সেনাপ্রধান মঈনউদ্দিন, তাদেরই বানানো বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফখরুদ্দিন; এগুলো তো সব বিএনপির তৈরি করা। তারাই ক্ষমতায় বসেছে এবং তারাই মামলা দিয়েছে। আর মইনুল হোসেন তো বোধহয় জাতীয় ঐক্যফ্রন্টের একজন উপদেষ্টা বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এদেশের মানুষের যেন আর ওই জ্বালাও-পোড়াও এই ধরনের ঘটনার সম্মুখীন হতে না হয়। এতো অপমান, সব কিছু সহ্য করেও আমরা শুধু দেশের মানুষের কথা চিন্তা করি। দেশের মানুষ শান্তিতে থাকুক। দেশের মানুষ তার ভোটটা শান্তিতে দিতে পারুক। দেশের মানুষ তার মন মতো সরকার বেছে নিক; সেই চিন্তাটা করেই কিন্তু আমরা এই সংলাপে বসেছি। আলোচনা করেছি এবং অধিকাংশ সময়ে তারাই কিন্তু বলেছে। আমি কিন্তু একটা কথা বলিনি। প্রায় দুই ঘণ্টা পর্যন্ত এই জোটের যারা তারা কথা বলেছেন। এরপর আমাদের পক্ষ থেকে কথা। একেবারে সর্বশেষ সমাপ্তির জন্য যেটুকু বলার আমি শুধু সেইটুকুই বলেছি।

তিনি আরও বলেন, আজকে যখন গণতান্ত্রিক ধারাটা চলছে, আমরা চাই গণতান্ত্রিক ধারাবাহিকতাটা থাকুক। গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্য দিয়ে দেশের উন্নয়ন হয়। আজ আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। আজ বাংলাদেশ এগিয়ে গেছে।

জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমাদের নিয়ত একটাই বাংলাদেশের একেবারের গ্রামের তৃণমূলের মানুষ তারও জীবনমান উন্নত হয়। সেও যেন দারিদ্রের হাত থেকে মুক্তি পায়। প্রত্যেকটি গ্রাম যেন শহরে উন্নীত হয়। নাগরিক সুবিধা এদেশের মানুষ পায়। প্রত্যেকেই যেন তার মৌলিক চাহিদা গুলো পূরণ করতে পারে। আর জাতির পিতার যে স্বপ্ন সেই স্বপ্নের সোনার বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। সেটাই আমাদের লক্ষ্য

এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতারাও বক্তব্য রাখেন। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি