ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আমরা সন্তুষ্ট নই: ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৮, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন জোটের নেতাদের সঙ্গে সংলাপে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপ শেষে গণভবন থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সংলাপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, `আমরা সন্তুষ্ট নই।` তবে এর বাইরে এ মুহূর্তে আর কিছু বলতে রাজি হননি তিনি। এর আগে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেওয়া ড. কামাল গণভবন থেকে বেরিয়ে বলেন, `আলোচনা ভালো হয়েছে।`

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর পরই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন জোটের নেতাদের সঙ্গে সংলাপে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রায় সাড়ে ৩ ঘণ্টার সংলাপ শেষে রাত ১০টা ৪০ মিনিটে গণভবন থেকে বেরিয়ে আসেন নেতারা।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি