‘আমরা সব ক্ষেত্রেই সফল’
প্রকাশিত : ১০:৪০, ৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:২০, ৪ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সব ক্ষেত্রেই সফল হয়েছি। আর মাথানত করে নয়, এবার মাথা উঁচু করে বাঁচতে চাই। আমাদের সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ উন্নয়ন মেলা-২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। এ মেলা চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে বিশ্ব সভায় মর্যাদার আসনে নিয়ে আসাই আমাদের লক্ষ্য ছিল। আমরা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছি। কারও কাছে হাত পেতে নয়, মাথা নত করে নয়, আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার লক্ষ্যই হচ্ছে, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আমাদের লক্ষ্য বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করা।’
‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দেশের সব জেলা ও উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ উন্নয়ন মেলা-২০১৮।
এবারের মেলায় প্রত্যেক মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরের আলাদা স্টল থাকবে। জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও সরকারের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরবে। এ জন্য প্রত্যেক জেলা প্রশাসক উন্নয়ন মেলা নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন।
এসএ/
আরও পড়ুন