ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আমার হয়ে কেউ ফেসবুক চালাচ্ছে: কাজী হায়াত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ৩০ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:৩১, ৩০ আগস্ট ২০১৮

এখন কম বেশ সবাই ফেসবুক ব্যবহার করে থাকেন। অন্যের তথ্য এবং নিজের তথ্য শেয়ারের জন্য ফেসবুক উত্তম জায়গা বলে মনে করেন অনেকে। চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক ও অভিনেতা কাজী হায়াতকেও ফেসবুকে ইদানিং বেশ সক্রিয় দেখা যাচ্ছে। বিভিন্ন ভক্ত তারকাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এ মাধ্যমে।

এবার প্রশ্ন ওঠেছে ফেসবুকের অ্যাকাউন্টটি কাজী হায়াতের কি -না। অনুসন্ধানে বেরিয়ে এলো আসল সত্য। কাজী হায়াত বলেন, আমার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। দীর্ঘ দিন থেকে অসুস্থ। আমেরিকায় চিকিৎসা নিয়ে এখন মাত্র দেশে এসেছি। আমি ফেসবুক এতসব বুঝি না। আমার হয়ে কেউ এ কাজ করছে। লোকজনের সঙ্গে যোগাযোগ করছে।   

তিনি বলেন, ফেসবুক কিভাবে চালায় সেটা এখনো আমি বুঝে উঠতে পারিনি। তাই আমি এবার স্যোশাল মিডিয়া সম্পর্কে জানার জন্য ভাবছি এসব শিখবো। কারণ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলার জন্য প্রযুক্তির জ্ঞান থাকা দরকার।

সম্প্রতি কাজী হায়াতের নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মন্তব্য শেয়ার করা হচ্ছে। অনেককে তার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এদিকে কাজী হায়াত দীর্ঘ দিন থেকে অসুস্থ। ফলে মানুষ বিভ্রান্তিতে পড়ছে এই অ্যাকাউন্ট নিয়ে।

এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি