ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

আমের বেশি ফলনে বিপাকে ব্যবসায়ীরা! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ১০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর বাজারে মৌসুমী ফল আমের সরবরাহ বাড়ায় দাম নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। ন্যায্যমূল্য পাচ্ছেন না আমচাষীরাও।

পাইকারী ব্যবসায়ীরা বলছেন, রাসায়নিক ব্যবহারের সন্দেহে অনেকে আম খান না, তাই সরবরাহ অনুযায়ী চাহিদা নেই।

রাত দুইটা রাজধানীর কারওয়ান বাজার। আড়তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে আমবোঝাই ট্রাক।

ল্যাঙরা, আম্রপালি, ফজলি, হাড়িভাঙা থেকে শুরু করে নানা জাতের আমে ঠাসা প্রতিটি আড়ত। তবে এই বিপুল সরবরাহ নিয়ে বিপাকে ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, রাসায়নিক নিয়ে বাড়তি সচেতনতার কারণে আমের বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরবরাহের তুলনায় চাহিদা কম, তাই দামও পড়ে যাচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, এবার আমে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার হয়নি। এ নিয়ে গণমাধ্যমে প্রচারণা চালানোর অনুরোধ করেছেন তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি